Logo
Logo
×

সংবাদ

পুলিশের বিশেষ অভিযানে আরও ১১৩৭ জন গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ০৮:৪২ পিএম

পুলিশের বিশেষ অভিযানে আরও ১১৩৭ জন গ্রেপ্তার

রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরও ১ হাজার ১৩৭ জন হয়েছেন। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৬৬৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩০ এপ্রিল) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ১৩৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, ১ রাউন্ড গুলি, একটি গুলির খোসা, ৫ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড শর্টগানের শীশা বুলেট ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন