Logo
Logo
×

সংবাদ

দেশের মোট রিজার্ভ কত জানাল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম

দেশের মোট রিজার্ভ কত জানাল বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

দেশের মোট রিজার্ভ এখন ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, অর্থপাচার কমে যাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স বাড়ার পাশাপাশি রপ্তানিতেও উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে। সে কারণে রিজার্ভ বাড়ছে এবং ডলারের দরও স্থিতিশীল রয়েছে। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য সুখবর।

২০২২ সালের আগস্টে দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠেছিল। সেখান থেকে প্রতি মাসে কমতে-কমতে গত জুলাই শেষে ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমেছিল।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না কেন্দ্রীয় ব্যাংক। বরং বাজার থেকে ডলার কেনা হচ্ছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগের ৩২০ কোটি ডলারের দায় পরিশোধ করা হয়েছে। এরপরও রিজার্ভ বাড়ছে এবং অনেকদিন ধরে ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে ডলারের দর।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন