Logo
Logo
×

সংবাদ

সালমান, আনিসুল ও মামুন তিন হত্যা মামলায় রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পিএম

সালমান, আনিসুল ও মামুন তিন হত্যা মামলায় রিমান্ডে

জুলাই আন্দোলনকে ঘিরে রাজধানীর তিনটি থানায় দায়ের করা পৃথক তিনটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পৃথক শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিন করে এবং আনিসুল হককে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক গোলাম মোস্তফা।

সকালে তিন আসামিকেই আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তারা ভিন্ন ভিন্ন মামলায় রিমান্ড আবেদন করেন।

যাত্রাবাড়ী থানা মামলা: পুলিশের সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। মামুনের পক্ষে রিমান্ড বাতিলের আবেদন করেন আইনজীবী আব্বাস উদ্দিন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভাটারা থানা মামলা: সালমান এফ রহমানের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে শুনানি অনুষ্ঠিত হয় মনির হোসেন হত্যা মামলায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ওমর ফারুক ফারুকী। তবে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাড্ডা থানা মামলা: সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আব্দুল জব্বার হত্যা মামলায় তিন দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ফারুকী। আনিসুল হকের পক্ষ থেকেও কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সালমান এফ রহমান: গত ১৯ জুলাই ভাটারার বাঁশতলা এলাকায় আন্দোলনে গুলিতে আহত হন মনির হোসেন। ২০ জুলাই হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই পারভেজ ফরাজী ২ অক্টোবর ভাটারা থানায় মামলা করেন।

আনিসুল হক: গত ৫ আগস্ট বাড্ডার ডিআইজি প্রজেক্ট এলাকায় আন্দোলনে অংশ নেন আব্দুল জব্বার সুমন। সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের মা ১৯ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন: একই দিনে (৫ আগস্ট) সকালে যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজ এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. রাসেল। তার মৃত্যুর ঘটনায় দায়ের করা হয়েছে মামলা।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন