২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। এই প্রেক্ষাপটে ইসলামাবাদ জানিয়েছে, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার ভোররাতে বলেন, “পেহেলগামের ঘটনার পর পাকিস্তানকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে ভারত একটি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।”
ডন এবং রয়টার্সের প্রতিবেদন অনুসারে, পাকিস্তান সরকারের মতে ভারত নিজেকে বিচারক, জুরি ও শাস্তিদাতা মনে করে যে ‘উদ্ধত, অহংকারী ও বেপরোয়া আচরণ’ ইসলামাবাদ প্রত্যাখ্যান করছে।
পেহেলগামের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে ঘটনার ‘নিরপেক্ষ ও আন্তর্জাতিক’ তদন্তের আহ্বান জানিয়েছে। তারার বলেন, “পাকিস্তান নিজেই বহুবার সন্ত্রাসবাদের শিকার হয়েছে। তাই বিশ্বের যেকোনো স্থানে যেকোনো ধরনের সন্ত্রাসবাদের আমরা নিন্দা জানাই।”
তিনি আরও বলেন, ভারত সংঘাতমুখী যে পথ বেছে নিচ্ছে, তার পরিণতি গোটা অঞ্চল এমনকি অঞ্চল-পারাপারও ভয়াবহ হতে পারে।
এর আগে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, পেহেলগামের হামলার জবাব কখন ও কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ভারত দাবি করেছে, ২২ এপ্রিলের হামলায় জড়িত তিন জনের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক। তারা পাকিস্তানভিত্তিক ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সদস্য, যাকে লস্কর-ই-তৈয়বার একটি ছায়া সংগঠন হিসেবে বিবেচনা করা হয়।
ইসলামাবাদ এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
ভারতের পক্ষ থেকে এরই মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক সীমিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। জবাবে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
রয়টার্স ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চাইলেও কোনো প্রতিক্রিয়া পায়নি। তবে এনডিটিভির প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রী মোদী বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (CCPA)-এর জরুরি বৈঠক ডেকেছেন। উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সর্বশেষ এই কমিটির বৈঠক হয়েছিল।
এদিকে টানা ষষ্ঠ রাত সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের পারগাওয়াল সেক্টরসহ কয়েকটি এলাকায় পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি ছোড়ে, যার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
অন্যদিকে, আন্তর্জাতিক সম্প্রদায় দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রও উভয়পক্ষকে ধৈর্য ধরতে আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শিগগিরই ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
যুক্তরাজ্য তার দেশে বসবাসরত ভারতীয় ও পাকিস্তানিদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং জম্মু ও কাশ্মীরে ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে।