Logo
Logo
×

সংবাদ

নির্বাহী পরিচালক ও পরিচালকসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১০:১৪ পিএম

নির্বাহী পরিচালক ও পরিচালকসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২২ জন কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার কমিশন সভায় তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে মামলার আসামি ১৪ জন।  বিএসইসির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী এবং পরিচালক ও মুখপাত্র আবুল কালামের কাছে এ বিষয়ে জানতে কল করা হলেও কেউই রিসিভ করেননি। 

আর ফোন ধরলেও বিষয়টি এড়িয়ে যান বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ। তিনি বলেন, ‘আমি অফিস থেকে ফিরছি। এই মুহূর্তে খুবই ক্লান্ত। এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যখন জানার আপনারা জেনে যাবেন।’

বরখাস্ত হওয়া বিএসইসির এক কর্মকর্তা বলেন, আগে থেকে এজেন্ডা ঠিক না করে কমিশন সভায় হঠাৎ করেই ২২ জনকে সাসপেন্ড করা হয়েছে। তাদের মধ্যে মামলার আসামি ১৪ জনও আছেন।

বিএসইসির আরেক কর্মকর্তা বলেন, ‘কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশান বা অফিস অর্ডার হয়নি। কালকে হয়তো অর্ডার হয়ে যাবে।’

বিএসইসির মামলায় আসামিরা হলেন— বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন, উপপরিচালক আল ইসলাম, উপপরিচালক শহিদুল ইসলাম, উপপরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক জনি হোসেন, সহকারী পরিচালক রায়হান কবীর, সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক আবদুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী ও ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন