Logo
Logo
×

সংবাদ

স্বৈরশাসকের অবৈধ আদেশ মানতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছিল: ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পিএম

স্বৈরশাসকের অবৈধ আদেশ মানতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছিল: ড. মুহাম্মদ ইউনূস

পুলিশ বাহিনী অতীতে স্বৈরশাসনের অবৈধ নির্দেশ পালনের দায়ে জনগণের ক্ষোভের শিকার হয়েছিল — এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস সরাসরি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। এর ফলে বহু সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্যকে মূল্য দিতে হয়েছে, যা বাহিনীর নৈতিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের নিরপেক্ষ ও সাহসী ভূমিকা অত্যন্ত জরুরি। নির্বাচনপরবর্তী সময়ে যাতে কোনো পক্ষ দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য পুলিশকে সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের জনগণ আশা করে নারী নির্যাতন ও সহিংসতা রোধে পুলিশ বাহিনী আরও বেশি সক্রিয় ভূমিকা নেবে। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, সমাজের যে কোনো স্তরের নারীরা নির্ভয়ে পুলিশের হটলাইন ব্যবহার করে দ্রুত সেবা পাবেন। মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতেও পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বাহিনীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং অধিকতর মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ের আহ্বান জানান।

 বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে কৃতিত্বপূর্ণ কাজের জন্য ৬২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা নিজ হাতে তাদের ব্যাজ পরিয়ে দেন।

চলতি বছর তিন দিনব্যাপী আয়োজিত পুলিশ সপ্তাহের আয়োজন সাধারণত বছরের শুরুতে সাত দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হতো। তবে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর পুলিশের বেপরোয়া গুলিবর্ষণের ফলে বাহিনীটি প্রবল সমালোচনার মুখে পড়ে। এর প্রেক্ষিতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, যেখানে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে পড়ে। বিভিন্ন থানা, ভবন এবং যানবাহনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়; পুলিশের বহু সদস্য হতাহত হন।

 এই সংকটকাল অতিক্রম করে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বাহিনীর মনোবল পুনর্গঠনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতেই এবার এক নতুন বাস্তবতায় ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ আয়োজন করা হয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন