Logo
Logo
×

সংবাদ

পুলিশ সপ্তাহ ২০২৫: উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০১:১৯ পিএম

পুলিশ সপ্তাহ ২০২৫: উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পুলিশ সপ্তাহে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত

রাজারবাগ পুলিশ লাইনে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালবেলায় তিন দিনব্যাপী 'পুলিশ সপ্তাহ ২০২৫'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 পুলিশ সদর দপ্তর জানায়, সময়ের বাস্তবতায় এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: "আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"।

অনুষ্ঠানে ৬২ জন পুলিশ সদস্যকে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি, দেশের সব পুলিশ ইউনিট ভার্চুয়ালি আয়োজনে যুক্ত হয়েছে।

 পুলিশ কর্মকর্তাদের মতে, এবার আয়োজনটি চার দিনের হলেও বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হচ্ছে না। বিগত বছরগুলোর ধারাবাহিকতা অনুসরণ না করে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা প্রধান বিচারপতির সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বৈঠকও থাকছে না। তবে আজ উদ্বোধনী দিনে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

 দ্বিতীয় দিনে থাকছে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিবদের সঙ্গে আলোচনা এবং তৃতীয় দিনে আইজিপির নেতৃত্বে পুলিশ কর্মকর্তাদের সম্মেলন। আগামী শুক্রবার বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দ মেলার মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হবে।

অতীতে বছরের শুরুতে সাত দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে পুলিশ সপ্তাহ উদযাপিত হতো। কিন্তু গত বছরের সরকারবিরোধী আন্দোলনে পুলিশের বেপরোয়া গুলিবর্ষণ এবং পরবর্তীতে গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে পুলিশ বাহিনী তীব্র সমালোচনার মুখে পড়ে।

 ৫ আগস্টের ওই গণঅভ্যুত্থানে পুলিশের মনোবল মারাত্মকভাবে ভেঙে পড়ে। বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাহিনীর মনোবল পুনর্গঠনে বিভিন্ন উদ্যোগ নেয়, যার অংশ হিসেবেই এবারের সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ পুলিশ সপ্তাহের আয়োজন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন