জুলাই আন্দোলনে শহীদ ব্যক্তির কন্যার মৃত্যু
সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম
-680f7dcd2f808.jpg)
জুলাই আন্দোলনে শহীদ ব্যক্তির ১৭ বছর বয়সী কন্যা গত ২৬ এপ্রিল শেখেরটেকের নিজ বাসভবনে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ঘটনায় নিহতের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট। একইসাথে রহস্যজনক এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করা এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়ে তারা।
আজ এক বিবৃতিকে তার এই দাবি জানিয়ে বলে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায় যে, নিহত এ কন্যার উপর গত ১৮ মার্চ একটি সংঘবদ্ধ ধর্ষণ অপরাধ সংঘটিত হয়েছিল। পরবর্তীতে ২০ মার্চ ভুক্তভোগীর দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়। এ বিষয়ে পটুয়াখালীর দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃত দুই আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলছে, দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে।
উল্লেখ্য যে, রহস্যজনক মৃত্যুর এ ঘটনাকে সংশ্লিষ্ট পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যাজনিত কারণে মৃত্যু বলে উল্লেখ করলেও, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব বলে জানিয়েছেন পুলিশ। জোটের মতে, প্রকৃত সত্য উদঘাটনের লক্ষ্যে পূর্বে সংঘটিত ধর্ষণ অপরাধের সাথে এ মৃত্যুর ঘটনার সংযোগসহ সার্বিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত অপরিহার্য।
এমতাবস্থায়, মর্মান্তিক এ মৃত্যুর ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করা এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছে ধর্ষণ আইন সংস্কার জোট।