Logo
Logo
×

সংবাদ

প্রায় ২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

Icon

ইউএনবি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:১০ পিএম

প্রায় ২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় দুঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে রাজধানীর মেট্রোরেল পরিষেবা। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মেট্রোরেলের ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে বিকেল ৫টার দিকে এই সমস্যা দেখা দেয়। তখন শাহবাগ স্টেশনে আসার পর হঠাৎ করে একটি ট্রেন বন্ধ হয়ে যায়। একই সময়ে আগারগাঁও স্টেশনে পৌঁছানোর পর আরেকটি ট্রেন বিকল হয়ে যায়।

অফিস শেষ হওয়ার পরপরই এমন সমস্যা দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়তে হয় শত শত যাত্রীর। সে সময় মেট্রোর কোচগুলোতে আটকা পড়েন অনেকে। পাশাপাশি ঘরে ফেরার অপেক্ষায় স্টেশনগুলোতে থাকা যাত্রীদের ভোগান্তি আরও বাড়ে।

কারণ জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, মূলত যেখান থেকে (ট্রেনগুলোতে) বিদ্যুৎ সরবরাহ হয়, সেখানে ত্রুটি দেখা দিয়েছে। শেওড়াপাড়া থেকে শাহবাগ পর্যন্ত কোনো একটি জায়গায় এই সমস্যাটি হয়েছে।

সেই সমস্যা নিরুপণ ও সমাধান করে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি।

ঢাকায় মেট্রোরেল চালু হওয়ার পর বৈদ্যুতিক গোলযোগের কারণে এর আগেও কয়েকবার ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে নগরবাসীর। গত বছরের ২৫ মে-ও একই ধরনের সমস্যায় পড়তে হয় যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির কারণে তখন প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন পরিষেবা চালু করতে সক্ষম হয় মেট্রোরেল কর্তৃপক্ষ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন