Logo
Logo
×

সংবাদ

গাজায় ৫ বছরের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পিএম

গাজায় ৫ বছরের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস

গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে হামাস পাঁচ বছরের যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আজ শনিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। 

হামাসের ওই কর্মকর্তা বলেন, হামাস গাজা উপত্যকায় পাঁচ বছরের জন্য একটি পূর্ণ যুদ্ধবিরতির পরিকল্পনা করছে। যার মাধ্যমে তারা গাজার যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে চান। হামাস একটিমাত্র ধাপেই সব বন্দি বিনিময় এবং পাঁচ বছরের যুদ্ধবিরতিতে প্রস্তুত। 

বর্তমানে হামাসের একটি প্রতিনিধিদল কায়রোতে অবস্থান করছে। সেখানে তারা মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করছে। সেই আলোচনার মধ্যেই এমন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের সংগঠনটি। 

ডেইলি সাবাহ জানিয়েছে, মঙ্গলবার কায়রো পৌঁছেছে হামাসের এই প্রতিনিধিদল। যার নেতৃত্ব দিচ্ছেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনটির প্রধান মুখপাত্র ও আলোচক খলিল আল-হাইয়া। 

হামাসের দাবি, তারা যুদ্ধবিরতি কার্যকরের জন্য ‘নতুন কিছু ধারণা’ নিয়ে এসেছেন। 

এদিকে কায়রোতে যখন হামাস আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে, ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত ও ১০৮ জন আহত হয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন