Logo
Logo
×

সংবাদ

পিসিএ’র সদস্য হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম

পিসিএ’র সদস্য হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

মইনুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংস্থা- পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন (পিসিএ)-এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

তার নিয়োগের বিষয়টি জানিয়ে গত ২৩ এপ্রিল সংস্থাটির সেক্রেটারি জেনারেল মার্সিন চেপেলাক এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মইনুল ইসলাম চৌধুরী বর্তমানে গুম কমিশনের সভাপতি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় রিভিউ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

পিসিএ (স্থায়ী সালিশ আদালত) একটি জাতিসংঘ-বহির্ভূত আন্তঃসরকারি সংস্থা, যার সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। পিসিএ সাধারণ বিচারিক আদালতের মতো নয়। মূলত বিভিন্ন আন্তর্জাতিক সালিশে প্রশাসনিক সহায়তা প্রদান করে সংস্থাটি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন