Logo
Logo
×

সংবাদ

ধানমন্ডিতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, অংশ নিলেন ৭০০ জন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০২:১৮ পিএম

ধানমন্ডিতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, অংশ নিলেন ৭০০ জন

রাজধানীর ধানমন্ডি এলাকায় আজ শুক্রবার চালানো হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এই কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৭টায় এবং চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

এই একযোগে পরিচালিত অভিযানে অংশ নেন মোট ৭০০ জন।

 ডিএসসিসির তথ্য অনুযায়ী, এতে ছিল—

বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৪৫০ জন কর্মী,

স্বাস্থ্য বিভাগের ৫০ জন মশককর্মী,

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১০০ জন স্বেচ্ছাসেবক,

বিডি ক্লিনের ৫০ জন সদস্য,

ধানমন্ডি সোসাইটির ৫০ জন স্বেচ্ছাসেবক।

সাতটি জোনে ভাগ করে অভিযান

ডিএসসিসি জানায়, ধানমন্ডি আবাসিক এলাকা এই অভিযানে সাতটি জোনে ভাগ করা হয়। প্রতিটি জোনে মূল সড়ক, লেক, পার্ক, মসজিদ, ঈদগাহসংলগ্ন এলাকা পরিষ্কার করা হয় এবং মশা নিধনের ওষুধ প্রয়োগ করা হয়।

অতিথিদের বক্তব্যে গুরুত্ব

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপ দিতে আমরা সমন্বিতভাবে কাজ করছি। ইতিমধ্যে রাজউক, গণপূর্ত, বিআরটিএ, ডিএমপি সহ নানা সংস্থা নিয়ে মাস্টারপ্ল্যান প্রস্তুত করা হচ্ছে।”

বিশেষ অতিথি ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ সিটির প্রতিটি অঞ্চলে এ ধরনের অভিযান চালানো হবে। ধানমন্ডি থেকেই শুরু হলো এ উদ্যোগ।

তিনি আরও বলেন, “ব্রিটিশ আমলে ঢাকা শহরের প্রথম মাস্টারপ্ল্যান তৈরি হয়েছিল ১৯১৭ সালে। তাতে বলা হয়েছিল, ঢাকা হবে একটি ‘বাগানের শহর’। কিন্তু বেসরকারি আবাসন প্রকল্প শুরুর পর থেকে শহর হারাতে শুরু করেছে তার সবুজ ও জলাধার। আমরা বর্ষার শুরুতেই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করব।”

জনসচেতনতা র‍্যালি ও অংশগ্রহণ

অভিযান উপলক্ষে একটি জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অতিথিরা, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান ও ধানমন্ডি সোসাইটির নেতৃবৃন্দ।

এ ধরনের সমন্বিত উদ্যোগ নাগরিক সচেতনতা বাড়াতে এবং নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন