বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে ক্ষমা চাইলেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বাবার নেওয়া ঠিকাদারি লাইসেন্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি এই বিষয়ে ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ করেন।
পোস্টে তিনি লেখেন, "প্রথমেই আমার বাবার ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক আমার বাবার নামে ইস্যু হওয়া ঠিকাদারি লাইসেন্স বিষয়ে জানতে চান। বিষয়টি জানার পর বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হই—তিনি জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করেছেন। বিষয়টি সাংবাদিককে জানানো হলে, তা গণমাধ্যমে প্রচারিত হয় এবং এরপর বিষয়টি নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়। তাই এই ব্যাখ্যা দেওয়া প্রয়োজন মনে করছি।"
উপদেষ্টা আরও জানান, তাঁর বাবা একজন স্কুলশিক্ষক—আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একজন স্থানীয় ঠিকাদারের পরামর্শে তাঁর বাবা কাজের সুবিধার্থে একটি ঠিকাদারি লাইসেন্স নেন। যদিও আইনি দিক থেকে এটি বৈধ, তবুও পুত্র হিসেবে তাঁর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের সঙ্গে এর সম্পর্ক একটি স্পষ্ট 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' তৈরি করে।
তিনি লেখেন, "বাবা হয়তো এই দ্বন্দ্বের বিষয়টি বোঝেননি। আমি বিষয়টি বুঝিয়ে বলার পর বাবার আবেদনের ভিত্তিতে আজই লাইসেন্সটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জানাতে চাই, এই লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য কোথাও আবেদন করা হয়নি।"
পোস্টের শেষাংশে তিনি পুনরায় দুঃখ প্রকাশ করে লেখেন, "আমি এবং আমার পরিবার সবসময় স্বচ্ছতা এবং নৈতিকতার পক্ষে। এই ঘটনায় কারও অনুভূতিতে আঘাত লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত।"