Logo
Logo
×

সংবাদ

হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক কমিশনার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পিএম

হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক কমিশনার

দুর্নীতির মামলার আসামি শেখ হাসিনা ও তাঁর ভাগনি টিউলিপ সিদ্দিককে দেশে আনার কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দেশে ফেরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার (অনুসন্ধান) বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে।’

আর যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি। যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি অ্যাম্বাসিতে যাবে। সেখান থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে যাবে। সেই কাজ আমরা শুরু করেছি। তাঁদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে।’

হাফিজ আহসান ফরিদ আরও বলেন, ‘তাঁকে দেশে কীভাবে ফিরিয়ে আনা যায়, এর জন্য আইনি প্রক্রিয়া সম্পর্কে আমি বলতে পারছি না। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে। তাঁকে যেসব চিঠিপত্র দেওয়া হয়েছে—তা তাঁর বাংলাদেশি ঠিকানায় দেওয়া হয়েছে। তাঁকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি না। মামলা যখন হয়ে গেল, তিনি বিদেশে অবস্থান করছেন। তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।’

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদের কাছে শেখ হাসিনাকে ফেরত আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘রেড নোটিশ নিয়ে আমার কোনো ধারণা নেই। এটি এখনো কমিশনে আলোচিত হয়নি।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন