Logo
Logo
×

সংবাদ

বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার বৈধ নয়: ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম

বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার বৈধ নয়: ফরহাদ মজহার

ছবি: সংগৃহীত

চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মাজহার বলেছেন, বর্তমান সংবিধানের অধীনে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকার বৈধ নয়। তবে, এই সরকারের প্রতি বরাবরই সমর্থন থাকবে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সংবিধান ও সরকারের বিষয়ে এ মন্তব্য করেন ফরহাদ মাজহার।

তিনি বলেন, সবশেষ গণঅভ্যুত্থানকে বিপ্লব বলা উচিত নয়। কারণ, বিপ্লব সংগঠিত হলে পুরাতন কোনো নিয়মনীতির ধারাবাহিকতা বজায় থাকে না। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সাংস্কৃতিক জাগরনের ওপররও জোর দেন তিনি।

তৌহিদী জনতা বা চেতনার নামে আল্লাহর কোনো সৃষ্টিকে দূরে সরিয়ে রাখাও উচিত নয় বলে মন্তব্য করেন ফরহাদ মজহার। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসলে তাতে কোনোভাবেই যেন দেশের কৃষি জমির ক্ষতিসাধন না হয়, সে বিষয়ে লক্ষ্য রেখে নীতিমালা তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান এই চিন্তক।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন