Logo
Logo
×

সংবাদ

অভিযান চালিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৬ পিএম

অভিযান চালিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক

মালয়েশিয়ার জনপ্রিয় ট্যুরিস্ট অঞ্চল এবং রাতের শহর হিসেবে পরিচিত বুকিত বিন্তাংয়ের জালান এম বি এলাকায় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে বাংলাদেশিসহ মোট ৫০৬ জন অনিবন্ধিত বিদেশি কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৫৫ জন বাংলাদেশি রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে পূর্বনির্ধারিত পরিকল্পনার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। অভিযানে অংশ নেন মোট ১৮৫ জন ইমিগ্রেশন কর্মকর্তা।

আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশির পাশাপাশি নেপালের ১৪২ জন, ইন্দোনেশিয়ার ১০৯ জন, এছাড়াও ভারত ও শ্রীলঙ্কার নাগরিকও রয়েছেন।

এক সংবাদ সম্মেলনে দাতুক জাকারিয়া জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ১৬ এপ্রিল পর্যন্ত মোট ৩,৮৭০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৫২,৩১৮ জনের কাগজপত্র যাচাই করে ২২,৪৮৬ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে অনিবন্ধিত শ্রমিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৪৯১ জন নিয়োগদাতাকে গ্রেপ্তার করা হয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন