‘র’-এর প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:১০ পিএম

'র'-এর প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না বলে হুঁশিয়ারি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি করেন।
ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।