রিজভীর প্রশ্ন
সরকার কি কোনো গোপন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম

নির্বাচন বাদ দিয়ে সংস্কারকে গুরুত্ব দেওয়ায় মানুষ সরকারের গোপন পরিকল্পনার আশঙ্কা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এম ইলিয়াস আলী গুম প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে এই অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, এই সরকার কী কোনো পূর্বনির্ধারিত নকশা নিয়ে এগোচ্ছে? মানুষের মধ্যে এখন বড় প্রশ্ন সেটাই। এই কারণেই একটি ধোঁয়াশাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করলে এর পরিণাম শুভ হবে না!’
রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন সরকার গঠনের প্রায় নয় মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৬০ লাখ মামলার কোনো নিষ্পত্তি হয়নি। আমি বলব না সরকার কিছুই করছে না—হয়তো করছে। কিন্তু ভোটাধিকার, যার জন্য আমরা ১৫-১৬ বছর ধরে লড়েছি, তা আজও অধরাই রয়ে গেছে। কেন নির্বাচনের পরিবর্তে সংস্কারকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
রিজভী বলেন, কোনো সংস্কারই গণতন্ত্রের বিকল্প হতে পারে না। গণতন্ত্র মানেই নির্বাচন, গণতন্ত্র মানেই বিচার ও ভোটাধিকার। কিন্তু আজ যখন আমরা সেই ভোটাধিকারের কথা বলছি, তখন সরকারের পক্ষ থেকে বারবার বিকল্প প্রস্তাব তুলে ধরা হচ্ছে।
বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব বলেন, ঐকমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল সংস্কার নিয়ে সংলাপে অংশ নিচ্ছে এবং সেই প্রক্রিয়া এখন শেষের পথে। তবে প্রশ্ন থেকেই যায়—বাংলাদেশের নির্বাচন এখনও কেন ডিসেম্বর আর জুনের দোলাচলে ঝুলে আছে? এ বিষয়ে সরকারের একটি স্পষ্ট ব্যাখ্যা দরকার।
রিজভী আরও বলেন, পুরনো সরকারের ঘনিষ্ঠ অনেক ব্যক্তি এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিপরীতে, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই প্রশাসনের মূলস্রোতে স্থান দেওয়া হচ্ছে না।