ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, মে মাসে নির্বাচন কমিশন গঠনের পরিকল্পনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পথনকশা অনুযায়ী, আগামী মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন করা হবে। সেই সঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তা ও অন্যান্য রিটার্নিং কর্মকর্তাও নিয়োগ দেওয়া হবে। এরপর মে মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুতের কাজ শুরু করবে। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে বা তফসিল ঠিক কবে ঘোষণা করা হবে—পথনকশায় তা উল্লেখ করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান প্রশাসন মনে করে, ডাকসু বিশ্ববিদ্যালয়ের একটি অপরিহার্য অংশ। তাই নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
গঠনতন্ত্র ও আচরণবিধির অগ্রগতি
পথনকশায় আরও জানানো হয়, গত বছরের ডিসেম্বর থেকে ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। ওই সময়েই সংশোধিত গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্রসংগঠনগুলোর কাছে পাঠানো হয়। তার আগে এ বিষয়ে ছয়টি বৈঠক অনুষ্ঠিত হয়। এখন এই গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এছাড়া চলতি বছরের জানুয়ারিতে গঠিত হয় ‘ডাকসু ইলেকশন কোড অব কনডাক্ট রিভিউ কমিটি’। এই কমিটি সাতটি সভা করে আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে, যা এখন সিন্ডিকেটে উপস্থাপনের অপেক্ষায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তারা ধাপে ধাপে কাজ করছে এবং এই পথনকশা তারই অংশ।
তবে শিক্ষার্থীরা এখন তাকিয়ে আছে সেই ঘোষণা বা সময়সূচির দিকে, যেদিন ডাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ হবে এবং ক্যাম্পাসে ফিরে আসবে প্রতীক্ষিত গণতন্ত্রের উৎসব।