Logo
Logo
×

সংবাদ

রাষ্ট্রের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম

রাষ্ট্রের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন

জাতীয় ঐকমত্য কমিশনে মোট ১৮২ দফা সংস্কার প্রস্তাব জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসব প্রস্তাবের মধ্যে দলটি ১৪৫টিতে একমত, ২৬টিতে দ্বিমত এবং ৪১টি নতুন প্রস্তাব উত্থাপন করেছে। এছাড়া তারা ৪টি মৌলিক প্রস্তাবও দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে সংসদ ভবনে কমিশন কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার প্রস্তাব সম্পর্কিত নিজেদের মতামত জমা দিয়েছে দলটির মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাবের সঙ্গেও ইসলামী আন্দোলন একমত তবে রাষ্ট্রের নাম হিসেবে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ প্রস্তাব করেছে তারা।

তারা সংবিধান সংস্কারের অধিকাংশ প্রস্তাবের সাসঙ্গে একমত। বিশেষ করে সংবিধানের মূলনীতি পরিবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, একজন ব্যক্তি একাধিক পদে না থাকা, দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা এবং ৭০ অনুচ্ছেদের বিলুপ্তি—এসব বিষয়ে ঐকমত্য পোষণ করেছে দলটি।

পিআর পদ্ধতির (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষেও জোরালো অবস্থান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, এই পদ্ধতি চালু হলে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হবে এবং ভবিষ্যতের স্বৈরতন্ত্র প্রতিরোধ করা যাবে। দলটি এই বিষয়কে রাষ্ট্রীয় সংস্কারের অন্যতম প্রধান উপায় হিসেবে দেখছে এবং এ বিষয়ে নতুন প্রস্তাবনাও যুক্ত করেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন