বংশালে আসবাবের দোকানে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত ১, আহত ১৮

ঢাকার বংশাল এলাকায় একটি আসবাবপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন আমিন উদ্দিন (৬৫), যিনি আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে বংশালের নাজিম উদ্দিন রোডের মাক্কুশাহ মাজারসংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত আসবাবের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান জানান, আগুন লাগার পর তারা ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করেন, যাদের মধ্যে ১২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, সকাল সাড়ে ৫টার পর আহতদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে আমিন উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন—সাকিব (২২), মুসফিকা (২৫), ইসরাত জাহান (২৬), তালহা (৪) ও ইসাহাত (৫)। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে। অগ্নিকাণ্ডটি ভবনের নিচতলার দোকান থেকে শুরু হয়ে ওপরে ধোঁয়া ছড়িয়ে পড়ে, ফলে অনেকেই দম বন্ধ হয়ে আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।