Logo
Logo
×

সংবাদ

শুল্ক নিয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সরকারের বৈঠক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম

শুল্ক নিয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সরকারের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরোপিত শুল্ক বিষয়ে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন সরকারের শীর্ষ নীতিনির্ধারকেরা। আজ রবিবার সকাল ৯টায় গুলশান-২-এ মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বাসভবনে ‘ব্রেকফাস্ট অন ট্রেড ব্যারিয়ার্স’ শিরোনামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, শিল্প উপদেষ্টা মো. আদিলুর রহমান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, যে মানদণ্ডে বাংলাদেশের ওপর মার্কিন নতুন শুল্কনীতি আরোপ করা হয়েছে, তা সঠিক ও নৈতিক হয়নি। কারণ বাংলাদেশে মার্কিন পণ্যের শুল্কহার গড়ে ৫ শতাংশের বেশি নয়। বিষয়টি পুনর্বিবেচনার দাবি রাখে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বৈঠকে দুটি বিষয়ে আলোচনা করেছেন উপদেষ্টারা। তার মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো এবং কিছু মার্কিন পণ্যে শুল্ক কমানো, ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সহজ করা।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসাইন জানান, সকালে বাণিজ্য উপদেষ্টা মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক করেছেন। সার্বিক বিষয়ে উপদেষ্টা আজকে ব্রিফিং করবেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন