ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরল কর্মচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জমে উঠছে দপ্তর

টানা নয় দিনের ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য। সরকারি উপদেষ্টা থেকে শুরু করে অফিস সহকারী পর্যন্ত সবাই ধীরে ধীরে কাজে যোগ দিচ্ছেন। সকালে প্রথম ঘণ্টায় কিছুটা কম উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সচিবালয় প্রাণবন্ত হয়ে ওঠে।
সকালেই অনেককে সরাসরি গ্রামের বাড়ি থেকে এসে অফিসে যোগ দিতে দেখা যায়। সচিবালয়ের প্রবেশপথে পরিচয়পত্র যাচাইয়ে কড়াকড়ি কিছুটা শিথিল ছিল। এক অফিস সহকারী সাবিনা ইয়াসমিন বলেন, “লঞ্চ থেকে নেমে সোজা অফিসে এসেছি, পরিচয়পত্র কোন ব্যাগে রেখেছি খুঁজে পাচ্ছি না।” পাশেই দায়িত্বে থাকা পুলিশ সদস্য বলেন, “আপনাকে চিনেছি, যেতে পারেন।”
এদিন পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অফিসে এসে বলেন, “এবারের ঈদ ছিল খুবই সুন্দর। ছুটির মধ্যেও প্রয়োজনীয় কাজ চলেছে, সরকার মানুষের জীবন সহজ করতে নিরলসভাবে কাজ করছে।”
রিজওয়ানা আরও জানান, সরকারের পূর্বনির্ধারিত অগ্রাধিকার এখনও বজায় রয়েছে। পাশাপাশি নতুন চ্যালেঞ্জও আসছে, যেগুলো নিয়ে কাজ চলছে।
প্রসঙ্গত, ২৭ মার্চ ছিল ঈদের আগের শেষ কর্মদিবস। এরপর সাপ্তাহিক ও নির্বাহী আদেশসহ টানা ৯ দিনের ছুটির পর আজ প্রথম কার্যদিবসে সচিবালয়ে ফেরা শুরু করেছেন কর্মীরা।