Logo
Logo
×

সংবাদ

রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে সাড়ে ৪ ঘণ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৫:২১ পিএম

রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে সাড়ে ৪ ঘণ্টা

ছবি: সংগৃহীত

রমজান মাসে ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা বন্ধ রাখা হবে। 

আজ বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। 

এতে বলা হয়, রমজানে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর রমজানে স্টেশনগুলো বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। গত ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত করা হয়েছিল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন