Logo
Logo
×

সংবাদ

চার শর্ত মানলে শিল্পকলায় থাকবেন সৈয়দ জামিল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:৫৭ পিএম

চার শর্ত মানলে শিল্পকলায় থাকবেন সৈয়দ জামিল আহমেদ

শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তবে পরে দর্শকদের অনুরোধে তিনি চারটি শর্ত দেন, যেগুলো পূরণ হলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।

জামিল আহমেদ বলেন, “শিল্পকলাকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হওয়ার কথা থাকলেও মন্ত্রণালয় সেটি মানতে চায় না।” তিনি অভিযোগ করেন, নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে কাজ করা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, “আমাকে চারপাশ থেকে ঘিরে রাখা হয়েছে, আমি কাজ করতে পারছি না। মন্ত্রণালয় নির্দেশ দিতে চায়, অথচ শিল্পকলা স্বাধীনভাবে কাজ করার কথা।”

চারটি শর্ত

১. শিল্পকলা একাডেমির কার্যক্রমে মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ থাকবে না—এটি সরকারকে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিতে হবে।

 ২. শিল্পকলার জন্য ২০০ কোটি টাকার বাজেট বরাদ্দ দিতে হবে।

 ৩. শিল্পকলায় মন্ত্রণালয়ের কোনো ‘ফোকাল পয়েন্ট’ থাকবে না।

 ৪. ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাকে অনুরোধ করেন পদত্যাগ না করতে। এ বিষয়ে শিল্পকলা পরিচালনা পরিষদের সদস্যরা আলোচনা করার পরামর্শ দিয়েছেন।

বর্তমানে, সরকার এই শর্তগুলো বিবেচনা করবে কিনা তা এখনো স্পষ্ট নয়।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন