সাত গ্রহের মহাজাগতিক শোভাযাত্রা: বাংলাদেশে দেখা যাবে বিরল দৃশ্য

আজ ২৮ ফেব্রুয়ারি, পৃথিবীর আকাশে এক বিরল মহাজাগতিক দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে। সৌরজগতের সাতটি গ্রহ—বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন—একসঙ্গে বাংলাদেশের আকাশে দৃশ্যমান হবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের ঘটনা খুবই বিরল এবং এটি মহাকাশপ্রেমীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা হতে চলেছে।
বাংলাদেশের আকাশে বিভিন্ন সময়ে গ্রহগুলোর উদয় ও অস্ত হবে। ঢাকা থেকে পর্যবেক্ষণ করা হলে, সন্ধ্যার পর থেকে রাতভর এই গ্রহগুলোর অবস্থান পরিলক্ষিত হতে পারে। তবে দূরত্বের কারণে সব গ্রহ খালি চোখে দেখা সম্ভব হবে না। এজন্য টেলিস্কোপের প্রয়োজন হবে।
বেনুভিটা অবজারভেটরিতে বিশেষ পর্যবেক্ষণের আয়োজন
এ মহাজাগতিক দৃশ্য আরও স্পষ্টভাবে উপভোগের জন্য গাজীপুরের শ্রীপুরে অবস্থিত "বেনুভিটা অবজারভেটরি" বিশেষ পর্যবেক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে। এটি দেশের প্রথম এবং একমাত্র ব্যক্তি উদ্যোগে নির্মিত মানমন্দির, যেখানে বড় টেলিস্কোপের মাধ্যমে এই সাতটি গ্রহ পর্যবেক্ষণের সুযোগ থাকছে।
স্থান: বেনুভিটা অবজারভেটরি, বিন্দুবাড়ি, শ্রীপুর, গাজিপুর
উপস্থিতির সময়: বিকেল ৪টা, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
নিবন্ধন ফি: জনপ্রতি ৩০৬০ টাকা (নিশ্চিত করতে হবে দুপুর ১টার মধ্যে)
যোগাযোগ: 01771028659 (কাবেরী জান্নাত)
জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশপ্রেমীদের জন্য এটি এক অনন্য সুযোগ। মহাকাশের বিস্ময়কর সৌন্দর্য প্রত্যক্ষ করতে আগ্রহীদের দ্রুত নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। এক সংবাদ িবিজ্ঞপ্তিতে সংস্থাটি এই আহ্বান জানায়।