আজ ঢাকার কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না

পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার, খোলামোড়া, কলাতিয়া, হজরতপুর ও মাঝেরচর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএসগামী ১২"×১৫০ পিএসআইজি বিতরণ লাইনের সালেহপুরসংলগ্ন স্থানে লিকেজ মেরামতের কাজ চলবে, যা এই সাময়িক গ্যাস বন্ধের কারণ।
এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।