Logo
Logo
×

সংবাদ

৪ জেলার এসপি প্রত্যাহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৬ পিএম

৪ জেলার এসপি প্রত্যাহার

ছবি: সংগৃহীত

যশোর, নীলফামারী, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টর্স থেকে পাঠানো পৃথক নির্দেশনায় তাদের প্রত্যাহার করা হয়।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর সংবাদমাধ্যমকে জানান, প্রত্যাহার হওয়া ৪ জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে পৃথক ওই নির্দেশনায় বলা হয়েছে, যশোর জেলার পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন