ডিসিদের আইন-শৃঙ্খলা ও বাজারদর নিয়ন্ত্রণে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের (ডিসি) আইন-শৃঙ্খলা রক্ষায় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে শুরু হওয়া তিন দিনব্যাপী ডিসি সম্মেলনে তিনি এ নির্দেশ দেন। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।
সম্মেলনে মাঠ প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মুক্ত আলোচনা হয়। এতে সরকারের উপদেষ্টা, বিশেষ সহকারী, সচিব ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবারের সম্মেলনে ৩৫৪টি প্রস্তাব উঠছে, যা ১৮ ফেব্রুয়ারি শেষ হবে।
সম্মেলনের আলোচ্য বিষয়
প্রথম কার্য অধিবেশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়, অন্য অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে। এবার ৩৪টি অধিবেশন রয়েছে—প্রথম দিন ৬টি, দ্বিতীয় দিন ১২টি এবং তৃতীয় দিন ১৬টি। প্রথম দিনে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিকল্পনা ও পরিসংখ্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে অধিবেশন হবে।
বাস্তবায়ন জটিলতা ও হতাশা
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, গত বছরের ডিসি সম্মেলনের সিদ্ধান্তগুলোর মাত্র ৪৬% বাস্তবায়িত হয়েছে, কারণ অনেক সিদ্ধান্ত নতুন সরকারের অগ্রাধিকারে নেই। ভূমি ব্যবস্থাপনা, দুর্যোগ পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন নিয়ে এবার গুরুত্ব দিয়ে আলোচনা হবে।
তবে কয়েকজন ডিসি জানান, প্রতিবারের মতো এবারও অনেক প্রস্তাব আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যেতে পারে। প্রতিবছর ৯০% সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার দাবি করা হলেও বাস্তবে তা ৬০% এর নিচে। মাঠপর্যায়ের সমস্যার সমাধান সম্মেলনে তোলা হলেও কেন্দ্রীয় প্রশাসনের সংশ্লিষ্ট বিষয়ে অগ্রগতি কম হয়, যা ডিসিদের হতাশ করে।