Logo
Logo
×

সংবাদ

‘তারেক রহমান: সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’

বইমেলায় তারেক রহমানকে নিয়ে নতুন বই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ এএম

‘তারেক রহমান: সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’

এবার অমর একুশে বইমেলায় এসেছে তারেক রহমানকে নিয়ে নতুন বই, ‘তারেক রহমান: সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’।

বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল ও শিক্ষক-গবেষক ড. সাইমুম পারভেজের সম্পাদনায়  বইটি প্রকাশিত হয়েছে আদর্শ প্রকাশনী থেকে।

১১০ পৃষ্ঠার এই বইয়ে উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন তথ্য ও স্থিরচিত্র।  

তারেক রহমানকে শারীরিক নিপীড়ন, তার বিরুদ্ধে  কথিত দুর্নীতির ভুয়া অভিযোগ, একুশে আগস্টে গ্রেনেড হামলায় জড়িত করার অপচেষ্টা এবং জঙ্গিবাদের সাথে ভুয়া যোগসূত্র তৈরির অপচেষ্টার জবাব তথ্য ও প্রমাণসহ তুলে ধরা হয়েছে এই বইয়ে।  

রাজনীতিতে আসার ইতিহাসের পাশাপাশি ২৪-এর গণঅভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা এবং বিএনপির ৩১ দফায় তার ভূমিকাসহ ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় তার দেওয়া নির্বাচিত কয়েকটি ভাষণও স্থান পেয়েছে বইয়ে।  

এছাড়া এই বইয়ে স্থান পেয়েছে তারেক রহমানের এক্সক্লুসিভ দুইটি দীর্ঘ সাক্ষাৎকার।  যে সাক্ষাৎকারে তারেক রহমানের রাজনীতি এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন অজানা বিষয় জানা যায়।  

বইমেলায় প্রকাশনী অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও বিএনপির মিডিয়া সেলের সদস্যবৃন্দ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন