সম্পূর্ণ সংস্কারের পর ভোট: জামায়াতে ইসলামী

সম্পূর্ণ সংস্কারের পরই ভোট চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী আগে স্থানীয় নির্বাচন, এরপর জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংস্কার জরুরি।
বৈঠকে জামায়াত ৩০ দফা দাবি নির্বাচন কমিশনের কাছে জমা দেয়। ডিসেম্বর নির্বাচন নিয়ে প্রশ্নে পরওয়ার বলেন, আগে সংস্কার, তারপর নির্বাচন।
প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষে আরও ছিলেন হামিদুর রহমান আজাদ, মতিউর রহমান আকন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট কামাল উদ্দিন ও অ্যাডভোকেট ইউসুফ আলী।