আনসার বাহিনী রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- স্বরাষ্ট্র উপদেষ্টা**

ন্যায়ভিত্তিক, সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরাপত্তা ও উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত ৪৫তম জাতীয় সমাবেশ-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন, দেশ সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত এ বাহিনীর সার্বিক কার্যক্রম সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে জোরদার করছে। বাহিনীর ৪২টি আনসার ব্যাটালিয়নের মধ্যে ১৬টি পার্বত্য অঞ্চলে ‘অপারেশন উত্তরণ’-এ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছে। এছাড়া শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করে আসছে।
তিনি আরও জানান, ভূমিদস্যু দমনে, ভেজালবিরোধী অভিযান এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আনসার বাহিনী উপজেলা প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। কূটনৈতিক মিশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা প্রদানে বিশেষায়িত আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) ভূমিকা উল্লেখযোগ্য। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে আনসার-ভিডিপির সদস্যরা সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে এ বাহিনী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ব্যবস্থাকে যুগোপযোগী করা হয়েছে এবং তাদের ডাটাবেজ ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এক লক্ষ মানুষের কর্মসংস্থানের পরিকল্পনাও বাহিনীর বিবেচনায় রয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বাহিনীর ১৮ জন কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য পদবির সদস্যদের কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করেন। এ বছর সেবা ও সাহসিকতার ৪টি বিভাগে ৮টি ক্যাটাগরিতে মোট ১৫৬ জন পদক পেয়েছেন। পরে তিনি আনসার একাডেমি প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন, ফটোসেশনে অংশ নেন ও কুটিরশিল্প প্রদর্শনী পরিদর্শন করেন।