Logo
Logo
×

সংবাদ

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে আজ ‘আয়নাঘর’ পরিদর্শনে গেছেন।

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, গত ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গুমের ঘটনার তদন্ত অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানায় এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শনের আহ্বান জানায়।

২০০৯ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার শাসনকালে ৬০৫ জনকে গোপনে বন্দি রাখার অভিযোগ রয়েছে। অন্য তথ্যে ২০১৪ থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত ৩৪৪ জন গুমের শিকার হওয়ার কথা বলা হয়; মৃত অবস্থায় পাওয়া গেছে ৪০ জনকে এবং ৬৬ জনকে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে।

গুম হওয়া অনেকে ফিরে এসেও এ বিষয়ে মুখ খোলেননি। ধারণা করা হয়, তাদের রাখা হতো ‘আয়নাঘর’ নামে পরিচিত স্থানে। অভিযোগ আছে, অধ্যাপক মোবাশার হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা ও মীর আহমদ বিন কাসেমসহ আরও অনেকে সেখানে বন্দি ছিলেন। সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজের প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে লোকজনকে জোরপূর্বক ধরে এনে ‘আয়নাঘর’ নামের বিশেষ স্থানে আটকে রাখার তথ্য উঠে আসে। সরকার পতনের পর ফিরে আসা কয়েকজন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন