গাজীপুরে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বৈষম্যবিরোধীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল রাজবাড়ি মাঠের দিকে যাচ্ছেন। ফেসবুক পেজে প্রথমে সকাল ১১:৩০টায় সমাবেশের কথা জানানো হলেও পরে সময় পরিবর্তন করে দুপুর ১:৩০টা নির্ধারণ করা হয়।
শুক্রবার রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রমে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে আটজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম তার ফেসবুকে লিখেছেন, `গাজীপুরে আজই আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি...’
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর কিছু ব্যক্তি মন্ত্রীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন। পরে তারা বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিলে এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিরোধে আসেন, যার ফলে সংঘর্ষ বাধে। সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাবওল আহমেদ বলেন, তাদের কাছে খবর আসে যে শিক্ষার্থীদের মন্ত্রীর বাড়িতে আটকে রাখা হয়েছে। তাদের উদ্ধার করতে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। তিনি অভিযোগ করেন, পুলিশকে বারবার জানানো হলেও তারা দুই ঘণ্টা পর আসে।
তবে গাজীপুর মহানগর পুলিশের ওসি আরিফুর রহমান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে কোনো পক্ষের কাউকে পাওয়া না যাওয়ায় ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।