Logo
Logo
×

সংবাদ

প্রাথমিকের নিয়োগ বাতিল প্রার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ-জলকামান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম

প্রাথমিকের নিয়োগ বাতিল প্রার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ-জলকামান

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। 

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

আন্দোলনকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

পরে, মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এসময় চাকরিতে নিয়োগের দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন তারা।

আন্দোলনকারীরা বলেন, অন্য ৬টি বিভাগের মতো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্তদেরও আগের নিয়মে চাকরিতে নিয়োগ দিতে হবে। 

এর আগে বৃহস্পতিবার কোটার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে ক্ষুব্ধ হয়ে হাইকোর্টে এজলাস কক্ষ ঘিরে নজিরবীহিন বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রত্যাশীরা। এক পর্যায়ে হাইকোর্টের এনেক্স ২৪ নম্বর আদালত কক্ষের দুই পাশ ঘিরে রাখেন শত শত নিয়োগ প্রার্থী। এ সময় বিচারপতি ও আদালতকে কটাক্ষ করে নানা শ্লোগান দেন তারা।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন