Logo
Logo
×

সংবাদ

ভাঙচুরের ঘটনা 'শক্তভাবে প্রতিহতের' ঘোষণা অন্তর্বর্তী সরকারের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ এএম

ভাঙচুরের ঘটনা 'শক্তভাবে প্রতিহতের' ঘোষণা অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তী সরকার সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, তারা নাগরিকদের নিরাপত্তায় প্রস্তুত এবং সহিংসতার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে।  

বৃহস্পতিবার রাতে জারি করা বিবৃতিতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরকে “অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত” উল্লেখ করা হয়। পাশাপাশি ভারতে পলাতক অবস্থায় শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের জেরে জনমনে ক্রোধ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয়।  

এর আগে দু’দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও শেখ মুজিবের প্রতিকৃতিতে ভাঙচুরের ঘটনায় সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন ওঠে। নতুন বিবৃতিতে সরকার স্পষ্টভাবে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন