ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় ৪৭ আসামি খালাস

হাই কোর্ট তিন দশক আগের পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ৯ নেতা-কর্মীসহ ৪৭ আসামিকে খালাস দিয়েছেন।
বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ আজ বুধবার এই রায় ঘোষণা করেন।
১৯৯৪ সালে শেখ হাসিনার ট্রেন মার্চের সময় ঈশ্বরদী স্টেশনে তার বগি লক্ষ করে গুলি ও বোমা হামলা হয়, তবে তিনি অক্ষত থাকেন। পরে রেল পুলিশ মামলা করলেও বিএনপি সরকারের সময়ে তদন্ত আটকে যায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর পুনরায় তদন্তে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫২ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়।
২০১৯ সালে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর কারাদণ্ড দেন।
ব্যারিস্টার কায়সার কামাল রায়কে ‘বিদ্বেষপূর্ণ’ উল্লেখ করে বলেন, তদন্ত ছিল দায়সারা ও কাল্পনিক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন ছাড়া বাকিরা জামিনে মুক্ত ছিলেন, আর দুইজন এরই মধ্যে মারা গেছেন।