আনিসুল হক
পুলিশ ৫ দিনের রিমান্ড চাওয়ায় ক্ষুব্ধ আইনজীবী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মোহসীনের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। পুলিশ আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলেও শুনানির সময় আইনজীবীরা ১০ দিনের রিমান্ড চান, যা নিয়ে আদালতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, পুলিশ আনিসুল হকের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চাইলেও তা কমিয়ে তিন দিন মঞ্জুর করা হয়েছে।
এদিকে, মাত্র পাঁচ দিনের রিমান্ড চাওয়ায় আদালতে আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশকে ভর্ৎসনা করেন। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, হত্যার মতো মামলায় ১০ দিনের রিমান্ড প্রয়োজন, অথচ পুলিশ তা চায়নি, যা আইনজীবীদের ক্ষুব্ধ করেছে।