Logo
Logo
×

সংবাদ

৩ ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

৩ ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা

ভিডিও থেকে নেওয়া ছবি।

রাজধানীর উত্তরা পূর্ব থানায় তিন ছাত্র আটকের প্রতিবাদে উত্তরা পশ্চিম থানায় ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের জন্য একটি সভার আয়োজন করে শিক্ষার্থীরা। সভা চলাকালীন আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ, পরে তাদের উত্তরা পূর্ব থানার হেফাজতে রাখা হয়।

আটকের খবর পেয়ে উত্তেজিত শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানার সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ও থানার গেটে হামলা চালায়। এতে থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আক্রান্ত হন।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) জানান, আটক ছাত্রদের ছাড়িয়ে নিতে শিক্ষার্থীরা হামলা চালায়। ঘটনার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী, এবং উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

পরবর্তীতে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় হামলার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন