আ.লীগের লিফলেট বিতরণ করা সেই বিসিএস কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০১ পিএম
-67a2150d35118-(1)-67a21dce04292.jpg)
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা শিক্ষা ক্যাডার (বিসিএস) কর্মকর্তা মুকিব মিয়াকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া মুকিবকে আশ্রয় দেওয়া দুই ডেপুটি রেজিস্ট্রার মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মুকিব মিয়া ৩১তম ব্যাচের বিসিএস শিক্ষা ক্যাডার। তিনি লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসিমউদ্দিন কাজী আবদুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত ইলিয়াসুর ও সারোয়ারকে চাকরির শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইলিয়াসের বাসা থেকে মুকিবকে আটক করা হয়। পরে রাত ১০টায় আশ্রয়দানকারী রেজিস্ট্রারসহ আওয়ামীপন্থি শিক্ষক ও কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে পৃথক মিছিল করেছেন শেকৃবি ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ বলেন, আমরা দ্রুত সময়ে বিচারের কাজ শেষ করব। আমাদের তদন্ত প্রতিবেদন প্রস্তুত, সিন্ডিকেট মিটিংয়ের অপেক্ষায় আছি।