Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করতে বলল দুদক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করতে বলল দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) গভর্নরকে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে, যাতে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে থাকা কর্মকর্তাদের সেইফ ডিপোজিট সাময়িকভাবে ফ্রিজ করা হয় – যাতে কেউ লকার খুলে রক্ষিত মালামাল নিতে না পারে।

উপসচিব কাজী সায়েমুজ্জামান মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জানিয়েছেন, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুর্নীতি দমন কমিশনের টিম সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর সেইফ ডিপোজিট তল্লাশি করে। তল্লাশিতে তিনটি সিলগালা কৌটায় ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১০০৫.৪ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়।

এছাড়া, রেজিস্ট্রারের পরীক্ষায় দেখা যায়, অন্যান্য কর্মকর্তাও সিলগালা করে সেইফ ডিপোজিট রেখেছেন, যেখানে অপ্রকাশিত সম্পদের সম্ভাবনা রয়েছে। গত ৩০ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৪টার আলোচনায় অর্থ উপদেষ্টার সম্মতিতে ব্যাংকের ভল্টে থাকা সম্পদ সাময়িক ফ্রিজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন