Logo
Logo
×

সংবাদ

গাজীপুরে হাসিনা-রেহানার পরিবারের চার বাগানবাড়ি, ভাঙচুরের পর পড়ে আছে নির্জীব

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম

গাজীপুরে হাসিনা-রেহানার পরিবারের চার বাগানবাড়ি, ভাঙচুরের পর পড়ে আছে নির্জীব

ছবি: প্রথম আলো

গাজীপুরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের চারটি বাগানবাড়ির খোঁজ পাওয়া গেছে। ৫ আগস্ট সরকার পতনের পর সেগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়, এখনো সেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।  

চারটি বাগানবাড়ি কোথায়

টিউলিপ’স টেরিটরি (কানাইয়া): মালিকানা শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের নামে। প্রায় ৮ বিঘা জমির দলিল পাওয়া গেলেও বাস্তবে সেটির আয়তন অনেক বেশি বলে স্থানীয়দের ধারণা। ভেতরে ডুপ্লেক্স ভবন, শানবাঁধানো ঘাট ও পুকুর আছে।  

তেলিরচালা (মৌচাক): নথি অনুযায়ী ৯ বিঘা জমিতে দ্বিতল ভবন, পুকুর ও সুইমিংপুল আছে। এখানে মালিকানা ভাগাভাগি করেছেন শেখ হাসিনা, শেখ রেহানা ও তাঁদের সন্তানরা।  

ফাওকাল: মালিক মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, যিনি শেখ রেহানার দেবর। নথিতে ৫ দশমিক ৪ বিঘা জমি হলেও বাস্তবে এর চেয়ে বেশি হতে পারে।  

বাঙ্গালগাছের ‘বাগানবিলাস’: মালিকানা তারিক আহমেদ সিদ্দিকের নামে। ভেতরে দোতলা ভবন, পুকুর ও শত শত গাছ লাগানো রয়েছে।  

দুদকের অনুসন্ধান  

দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সম্পদ খুঁজছে। ইতিমধ্যে গাজীপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন ভূমি কার্যালয় থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে।  

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক বলছেন, শেখ হাসিনা পৈতৃকসূত্রে ও লিখে নেওয়া কিছু জমি হলফনামায় উল্লেখ করেছেন। তবে পরিবারের অন্য সদস্যদের সম্পদের উৎস পুরোপুরি স্পষ্ট নয়। সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন। খবর প্রথম আলোর।

খবরে বলা হয়েছে, স্থানীয়দের ভাষ্য, বিশেষ করে শীতকালে তাদের পরিবার ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই এসব বাংলোতে আসতেন। মাঝেমধ্যে রাতের বেলা জাতীয় পতাকা লাগানো গাড়ি ঢুকত, তখন কঠোর নিরাপত্তা থাকত। কখনো ভোরে গাড়িগুলো চলে যেত, কখনো দু–এক দিন অবস্থান করত।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন