কিশোরীকে ধর্ষণের পর হত্যা, লাশ ফেলা হয় হাতিরঝিলে

ঢাকার হাতিরঝিল থেকে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। তারনা হলেন রবিন ও রাব্বি।
তদন্ত সূত্রে জানা যায়, দুই যুবক স্বীকারোক্তিতে জানিয়েছেন—তারা এবং আরও তিনজন মিলে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ হাতির ঝিল লেকে ফেলে দেয়।
কিশোরী মেয়েটি ১৬ জানুয়ারি নিখোঁজ হয়; ১৯ জানুয়ারি তার বাবা থানায় সাধারণ ডায়েরি এবং পরে ২৭ জানুয়ারি মামলা দায়ের করেন।
কিশোরীর মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে; তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার (দক্ষিণখান জোন) মো. নাসিম এ-গুলশান বলেন, “ফেসবুকের মাধ্যমে ওই শিক্ষার্থীর সঙ্গে রবিনের পরিচয় হয়। পরে তাকে মহাখালীর একটা বাসায় নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়।”