Logo
Logo
×

সংবাদ

প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়: সারজিস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়: সারজিস

প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আজ রবিবার হোটেল সোনারগাঁওয়ে ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক নীতি সম্মেলনে তিনি এ কথা জানান।

সারজিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ল’ অ্যান্ড অর্ডারের যে প্রত্যাশা আমাদের, সেটি দেখতে পাচ্ছি না। উপদেষ্টারা সবাই ভালো ভালো মানুষ, তাই হয়তো ভাবছেন সবাই ভালো মানুষ। না হয় তারা ভাবছেন, সবাই ভালো হয়ে যাবে। আদতে সেটি সম্ভব নয়। যুগের পর যুগ অস্তিমজ্জায় যে কালচার, জেনিটেকেলি যেভাবে মোডিফাই হয়ে গেছে, সেখান থেকে বের করে একটি পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে পরিমাণ কঠোর হওয়ার দরকার, সেটি দেখতে পাচ্ছি না।’

উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা মনে করি, অনেক রক্তের বিনিময়ে সৌভাগ্যক্রমে সুযোগ পেয়েছেন উপদেষ্টারা, ফলে যে সময়টুকু পাবেন, সিই সময়ে কিছু একটা করে দেখান। এ চেষ্টাটুকু করুন, অন্তত একটা কাজ করুন। অন্তত ২৪ জন উপদেষ্টা যদি তার মন্ত্রণালয়ের একটা করে ২৪টা কাজ করে যান, সেটি পরিবর্তিত বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। 

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আরও বলেন, এরপর যদি খুনি হাসিনা, তার দোসর কিংবা কোনো এজেন্ট এসে হত্যা করে ফেলে... বিন্দুমাত্র দুঃখ থাকবে না। অন্তত এটুকু বলতে পারব, অন্তর্বর্তী সরকারের সময় ২৪ জন উপদেষ্টা ২৪টা সংস্কার করেছেন, যেটি পুরো বাংলাদেশের পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন