পটুয়াখালীতে আওয়ামী লীগের শোডাউন দাবিতে ২০২৪ সালের পুরোনো ভিডিও প্রচার

রিউমর স্ক্যানার
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম
-679e0a5b70989.jpg)
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৩১ জানুয়ারির দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা শোডাউন করেছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি পটুয়াখালীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে শোডাউনের দৃশ্য নয় এটি বরং ২০২৪ সালে বিগত সরকারের সময়ের পুরোনো ভিডিও প্রচার করে উক্ত দাবি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওগুলোতে Search In Crime লেখা থাকার সূত্রে একই নামে ফেসবুকের একটি পেজে ২০২৪ সালের ০৪ আগস্ট একই ভিডিওর সন্ধান পায় রিউমর স্ক্যানার। ভিডিওটির ক্যাপশনে কোনো দলের নাম উল্লেখ না করে প্রশ্ন রাখা হয়, “পটুয়াখালীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র হাতে এরা কারা?”
অর্থাৎ, পুরোনো এই ভিডিওর মাধ্যমে এটা নিশ্চিত যে এটি সাম্প্রতিক সময় বা অন্তর্বর্তী সরকারের সময়ের কোনো দৃশ্য নয়।
পটুয়াখালী ভিত্তিক পেজটির এডিটর ইন চিফ মাসুম আহমেদ মিরা সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টেও ভিডিওটি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেন, “পাগলা মেহেদী জীবনের সবচেয়ে বড় পাপ করেছে ৪ আগস্ট। ছাত্র জনতার আন্দোলন দমাতে পিও অভিভাবক ময়ূর মহিউদ্দিনের নির্দেশে দেশীয় অ’স্ত্র’শস্ত্র নিয়ে লাফিয়ে পরে ছাগলামি করা বোকাচন্দ্র বর্তমানে তার আম্মো হাসিনার ত্যাজ্যপুত্র ঘোষিত’র মত লুকিয়ে আছে। যে পাপ সে করেছে, এ জাতি কোনদিনও তা ক্ষমা করবে বলে মনে হয় না!”
সুতরাং, পটুয়াখালীতে আওয়ামী লীগের শোডাউন দাবিতে ২০২৪ সালের আগস্টের পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।