সড়ক ছেড়ে ফটকে অনশনে তিতুমীর শিক্ষার্থীরা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে টানা তৃতীয় দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন ঢাকা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে সড়ক অবরোধ শুরু হলে মোহাখালী-গুলশান সড়কে তীব্র যানজট দেখা যায়।
রাত ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আশ্বাস দিলেও শিক্ষার্থীরা সড়ক ছাড়েননি।
অবশেষে আর শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে অবরোধ তুলে তারা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন এবং শুক্রবার রাস্তায় জুমার নামাজ পড়ার ঘোষণা দেন।