
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার (১ ফেব্রুয়ারি) ফজরের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান।
আম বয়ানের পরে আলেম-ওলামারা খিত্তাভিত্তিক তালিম ও বয়ান করেন।
হজের পর মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম এই সম্মেলন দুই ধাপে অনুষ্ঠিত হবে এবার। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
শুরায়ি নেজামের তত্ত্বাবধানে প্রথম ধাপে ৪১টি জেলা ও ঢাকার একাংশ অংশ নেবে, আর দ্বিতীয় ধাপে ২২টি জেলা ও ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে। ইতোমধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় মুসল্লিদের ঢল নেমেছে।