ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি নিয়ে আলোচনা হবে।
বুধবার সচিবালয়ে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কে আস্থা ফেরানো, সীমান্ত হত্যা বন্ধ, ১৫০ গজের মধ্যে নির্মাণকাজের নিয়ম মেনে চলা ও ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদ বন্ধের বিষয়ে আলোচনা হবে।