Logo
Logo
×

সংবাদ

রেল চলাচল স্বাভাবিক, রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:০২ এএম

রেল চলাচল স্বাভাবিক, রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার

রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

কমলাপুরের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন বলেন, আজ ভোর ৪টা ৪০ মিনিট থেকে এই ট্রেন চলাচল শুরু হয়। দেশের অন্যান্য স্টেশন থেকেও ট্রেন ছেড়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর নেই।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে রেলওয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নেতা ও রেলওয়ে রানিং স্টাফদের নেতাদের মধ্যে বৈঠকের পর এমন সিদ্ধান্ত এসেছে। রাত পৌনে ৩টায় রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা এসেছে।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক ইউনিয়নের মহাসচিব মজিবুর রহমান বলেন, বুধবার অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সমস্যা সমাধানের অঙ্গীকার করেছেন রেলওয়ে উপদেষ্টা। আমরা কোনো জনদুর্ভোগ চাই না, আমরা দুঃখিত। আমরা কর্মবিরতি থেকে সরে এসেছি। রানিং স্টাফ ভাইদের কাজে ফিরে যেতে অনুরোধ করছি।

এরপর রাজশাহী রেলস্টেশন থেকে দুটি ট্রেন ছেড়ে যায়। এছাড়া আজ ভোরে আন্তনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনার বাংলাসহ কয়েকটি আন্তনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেলে ভ্রমণ করতে আসা যাত্রীরা চরম বিপাকে পড়েন। এ নিয়ে দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন