সৌদি আরব থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সৌদি আরব থেকে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
সোমবার রাত ৪টায় তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়।
সাদ্দামের বিরুদ্ধে দেবিদ্বার থানায় চারটি মামলা রয়েছে, যার মধ্যে ৪ ও ৫ আগস্টের গুলিতে দুই জনের মৃত্যুর মামলা অন্যতম। সরকার পতনের পর তিনি বিদেশে আত্মগোপনে ছিলেন।
দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস জানিয়েছেন, সাদ্দামকে আদালতে সোপর্দ করা হবে।